মেডিকেল ও ভার্সিটি ভর্তি প্রস্তুতি (সেকেন্ড টাইম)
প্রতিদিন পড়ার পর সেই বিষয়ের উপর মডেল টেস্ট দেওয়া বাধ্যতামূলক।
মডেল টেস্টে করা ভুলগুলো একটি 'ভুলের খাতায়' লিখে রাখো এবং বারবার দেখো।
বাসায় ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস করো, এতে পরীক্ষার হলের চাপ কমবে।
মনে রাখবে, তুমি অভিজ্ঞতায় অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে আছো।
পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘন্টা) এবং সঠিক সময়ে খাওয়া অত্যন্ত জরুরি।
প্রতিদিন সকালে নিজের লক্ষ্যটা স্মরণ করো, এটি তোমাকে শক্তি যোগাবে।